১৪ মে, ২০১৩

কবিতা - কল্লোল মুখার্জী

একটুখানি ছুঁয়ে থাকার কথা
কল্লোল মুখার্জী


একটুখানি ছুঁয়ে থাকার অলীক ইচ্ছে।
হ্যাঁ, ছোঁয়া।
একা, খুব একা,
চারপাশ থেকে মুক্তি পেতে,
একান্ত কোনও ছোঁয়া।
সে ছোঁয়ার হাওয়ায় মিলিয়ে যায় সব মনখারাপ।
শরীর ছেরে সেই ছোঁয়া,
মনের মাটিকেও যেন ভিজিয়ে দেয় ধারাজলে।

পার্কের রেলিং সেদিন কেমন যেন পালটে গেল
বৃষ্টির ছাঁট থেকে মুক্তি পেতে রেলিং ঘেঁষে,
গাদাগাদি-ঠেলাঠেলি।
তারই মধ্যে ভিড়ের ঠেলায় খুব কাছাকাছি ঘেঁষে আসায়
কেঁপে উঠেছিল মন।
আসলে কে যেন শত জনমের আবেশে ভরে দিল, ছুঁয়ে দিল।

আঙুলে আঙুলে বয়েছিল,
চোরা বিদ্যুত স্রোত।
যত তাড়াতাড়ি সম্ভব,
চাই গোপন আশ্রয়।
ছোঁয়ায় এত জাদু আছে?
জানা ছিল না,
‘তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা-
কী জানি কী আবেশে দিশাহারা’।

যেখানে ভালবাসা লুকিয়ে থাকে
ঘরের চার দেওয়ালে,
সেখানে জাদু-ছোঁয়া ঘেঁষতে পারবে?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন