১৪ মে, ২০১৩

কবিতা - সায়ক চক্রবর্তী

যান্ত্রিক
সায়ক চক্রবর্তী


গড়িয়ে যাচ্ছে তারিখ – দিনরাত ফাঁকে গলে যাচ্ছে।
টানা দেওয়া প্রেম আছে,
ওষুধের ঘুম আছে,
আরও কিছু আছে ভেবে আমিও আছি।
কামদেব ফিতের মত জড়িয়ে... স্থবির।
যন্ত্রের যন্ত্রণা নেই –
কান্না আছে টিস্যু পেপারের গায়ে।
এলাকায় দিনরাত বোঝা দায় – চেয়ার টেবিলে ঋতু ভ্যানিস!
অবকাশে আড়মোড়া ভাঙতে ভয় –
যদি ডায়ালের থেকে কাঁটা সরে যায় !
পাখিদের সাথে ফিরে দেখি; এগিয়ে গেছি ঘড়ির আগে।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন