১৪ মে, ২০১৩

কবিতা - রাহুল রায়চৌধুরী

বৈশাখে প্রথম
রাহুল রায়চৌধুরী


(১)

বৈশাখের প্রথম বৃষ্টিতে উল্টোডাঙা আজ ভিজে চৈচুপ্পুস
কার্নিশ নিংড়ে অবিরল স্রোতের বিষণ্ণ বাঁচতে চাওয়া
পরতে পরতে ধুয়ে সাফ জীর্ণ অভিমান,
এঁটো শালপাতা স্তূপ জায়মান নরক ; ব্যভিচারী প্রত্যাশা ।
আঙুলের অস্থির ছোঁয়ায় ডগমগ অ্যানড্রয়েড ব্যস্ততা
সার্চ ইঞ্জিনে অত্যাধুনিক তথ্যানুসন্ধান মুহূর্তে ; পেজ নট ফাউন্ড ।
বৈশাখের প্রথম বৃষ্টিতে সম্ভাবনা আজ কল্পনাবিলাস ;
আনন্দঘন স্ত্রীত্ব রুক্ষ বাস্তবে ।


(২)

বৈশাখের প্রথম কালবৈশাখী, উত্তাল, উন্মত্ত
কিছুবা এলোমেলো উপোসী সব চাওয়ারা আজ ;
উড়ন্ত পর্দায় সোহাগী প্রণয়ে মিহি বৃষ্টিকণা
উচ্ছ্বাসে চরম দৃষ্টি । নতুনত্ব নিন্দিত রোমাঞ্চে
খুশীর কড়া নাড়া । ছিলই দ্বারে সুজন, আহ্বানে
অবসান সুদীর্ঘ প্রতীক্ষা । ব্যাভিচারী ভিত্তিভূমি !
বিধ্বস্ত ইলেকট্রিক পোস্টে ছিন্ন সংযোগ, পূর্বতন স্মৃতি
অস্তাচলে বিশ্রান্তি বিরহী স্বত্বা ।


1 কমেন্টস্:

Unknown বলেছেন...

পত্রিকার সর্বাঙ্গীণ শ্রীবৃদ্ধি কামনা করি ।

একটি মন্তব্য পোস্ট করুন