নষ্টনীড়
অশোক কুমার লোধ
প্রতি রাতে তুমি রমণীয় উপপাদ্য
চারুলতা জানে জীবনের মানে সন্ধি
কাকভোরে তুমি কান্না লুকোনো স্নানঘর
ভোরের সূর্য সিঁদুরের টিপে বন্দী !
অমল আলোয় জীবনের খোলা মঞ্চে
ঘেরাটোপে সাজো মিথ্যে সাজানো সংসার
নীরব দুপুরে বোবা কান্নারা সঙ্গী
বাতাস গুনেছে নৈশব্দের হাহাকার ।
নিস্ফল ডানা ঝাপটায় চারু নিঃস্ব
শিরা ধমনীতে অমল , চেতনা কাব্যে
মুক্তির আলো খুঁজে ফিরে তুমি শ্রান্ত
অষ্টপ্রহর কষ্ট কাজল নষ্ট যে বৈরাগ্যে ।।
অশোক কুমার লোধ
প্রতি রাতে তুমি রমণীয় উপপাদ্য
চারুলতা জানে জীবনের মানে সন্ধি
কাকভোরে তুমি কান্না লুকোনো স্নানঘর
ভোরের সূর্য সিঁদুরের টিপে বন্দী !
অমল আলোয় জীবনের খোলা মঞ্চে
ঘেরাটোপে সাজো মিথ্যে সাজানো সংসার
নীরব দুপুরে বোবা কান্নারা সঙ্গী
বাতাস গুনেছে নৈশব্দের হাহাকার ।
নিস্ফল ডানা ঝাপটায় চারু নিঃস্ব
শিরা ধমনীতে অমল , চেতনা কাব্যে
মুক্তির আলো খুঁজে ফিরে তুমি শ্রান্ত
অষ্টপ্রহর কষ্ট কাজল নষ্ট যে বৈরাগ্যে ।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন