কাম্য
মামনি দত্ত
ধান শীষের মায়া তে টালমাটাল শিশির,
হেমন্ত সন্ধ্যা বুকে নিয়ে বৃষ্টিভেজা পাখি
উড়ে যাওয়া ডানার গোপনে বন্ধ রাখে।
অথচ ধূসর বেলা জানালায় দাঁড়ালে
আমার গোপন যন্ত্রণা তিলোত্তমা হয়ে ওঠে,
অনেক গুলো বর্ষা ভেঙে ও একটা শিশির পাইনি-
যা মেহেন্দি রং এর উত্তাপে সহ্য করে মৃত্যু শীতলতা,
যা পূর্ণ অক্ষরমালা ছিঁড়ে ছিঁড়ে মাটিতে মিলিয়ে দিলে
আমার নির্বাসন সামান্তরিক রেখায় নিবিড় ক্রমশ,
যা কোনদিন পুনর্জন্ম টেনে আনবে- অন্ধকার আঙ্গুল পরিমাপে।
অথচ কোন এক টুপটাপ সময় এককালে জমিয়ে রেখেছিল
চতুর স্পর্ধা, রন্ধ্রে রন্ধ্রে হানা দেওয়ার বে-লাগাম তূরীয় উল্লাস,
জীবন, যৌবন, স্বপ্ন নীল অক্ষরে থমকে পৃথিবীর শেষতম দ্বীপে।
স্রেফ মৃত্যুর তাগিদে একটা শিশির তন্নতন্ন করে খুঁজি
সেই আনমনা শিশির ,যার ছুঁয়ে যাওয়াতেই শিহরিত হবো
বিজন চিতানলে - বুকের নিপাট গভীরে।।
মামনি দত্ত
ধান শীষের মায়া তে টালমাটাল শিশির,
হেমন্ত সন্ধ্যা বুকে নিয়ে বৃষ্টিভেজা পাখি
উড়ে যাওয়া ডানার গোপনে বন্ধ রাখে।
অথচ ধূসর বেলা জানালায় দাঁড়ালে
আমার গোপন যন্ত্রণা তিলোত্তমা হয়ে ওঠে,
অনেক গুলো বর্ষা ভেঙে ও একটা শিশির পাইনি-
যা মেহেন্দি রং এর উত্তাপে সহ্য করে মৃত্যু শীতলতা,
যা পূর্ণ অক্ষরমালা ছিঁড়ে ছিঁড়ে মাটিতে মিলিয়ে দিলে
আমার নির্বাসন সামান্তরিক রেখায় নিবিড় ক্রমশ,
যা কোনদিন পুনর্জন্ম টেনে আনবে- অন্ধকার আঙ্গুল পরিমাপে।
অথচ কোন এক টুপটাপ সময় এককালে জমিয়ে রেখেছিল
চতুর স্পর্ধা, রন্ধ্রে রন্ধ্রে হানা দেওয়ার বে-লাগাম তূরীয় উল্লাস,
জীবন, যৌবন, স্বপ্ন নীল অক্ষরে থমকে পৃথিবীর শেষতম দ্বীপে।
স্রেফ মৃত্যুর তাগিদে একটা শিশির তন্নতন্ন করে খুঁজি
সেই আনমনা শিশির ,যার ছুঁয়ে যাওয়াতেই শিহরিত হবো
বিজন চিতানলে - বুকের নিপাট গভীরে।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন