১৪ মে, ২০১৩

কবিতা - হাসান রোবায়েত

আয়না
হাসান রোবায়েত


যেন ফুল পেরুলেই বেজে উঠবে ঘ্রাণ
দূরের শবনমে

বৃষ্টির বোঁটায় পাখিটা ফেলে যাচ্ছে সেই
গভীর জলের দাগ

শুকনো ছাদের মায়া

বৃষ্টিতে জলের গন্ধ নেই
সব জেঠিমাই, দুপুরের ভান ধরে মেলে দেন কুয়োতলা

আয়না খোলার স্নান

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন