বারণ--বারণ--বারণ--বেঁচে থাকাই বারণ
বৈজয়ন্ত রাহা
কবি
এখন তোমার আগুন-হাসি -- বারণ
এখন তোমার কান্না পাওয়া -- বারণ
বারণ তোমার জ্যোতির্বলয় খোঁজ
কষ্ট-বিকেল খাক নামচা-রোজ
কবি তোমার কথা বলাও বারণ
বারণ তোমার জীবন ভাল লাগা
বারণ তোমার মরসুমি অভিমান
তোমার শুধু সিংহ-দুয়ার খোলা...
পিছনপানে অনেকগুলো ঘর
সময় নিয়ে বিছানা বদলায়
অজান্তে সব গোপন নিশাচর
পদ্মফুলে ছাপ লাগিয়ে যায়...
চাঁদ লেগেছে চাঁদের ঘরবদল
চাঁদ ভেঙ্গেছে গোপন বাসর সাজ
চাঁদ চেয়েছে ভিন্ন ঠিকানা
কবি তুমি বন্ধ করো চোখ
তোমার এখন গর্জে ওঠাও বারণ
পাথর চাপা পাঁজর ভাঙ্গা স্বর
খোলা চোখে দেখতে পেলেও দাগ
বুঝবে তুমি প্রেমের স্বয়ম্বর...
কবি তোমার ভালবাসাও বারণ
কুড়িয়ে নিতে আদুরে মৌসুমি
রাত উড়েছে রাতের পাখা বেয়ে
পূর্বাদি, এখনও গাইছ তুমি...
"তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ......"
বৈজয়ন্ত রাহা
কবি
এখন তোমার আগুন-হাসি -- বারণ
এখন তোমার কান্না পাওয়া -- বারণ
বারণ তোমার জ্যোতির্বলয় খোঁজ
কষ্ট-বিকেল খাক নামচা-রোজ
কবি তোমার কথা বলাও বারণ
বারণ তোমার জীবন ভাল লাগা
বারণ তোমার মরসুমি অভিমান
তোমার শুধু সিংহ-দুয়ার খোলা...
পিছনপানে অনেকগুলো ঘর
সময় নিয়ে বিছানা বদলায়
অজান্তে সব গোপন নিশাচর
পদ্মফুলে ছাপ লাগিয়ে যায়...
চাঁদ লেগেছে চাঁদের ঘরবদল
চাঁদ ভেঙ্গেছে গোপন বাসর সাজ
চাঁদ চেয়েছে ভিন্ন ঠিকানা
কবি তুমি বন্ধ করো চোখ
তোমার এখন গর্জে ওঠাও বারণ
পাথর চাপা পাঁজর ভাঙ্গা স্বর
খোলা চোখে দেখতে পেলেও দাগ
বুঝবে তুমি প্রেমের স্বয়ম্বর...
কবি তোমার ভালবাসাও বারণ
কুড়িয়ে নিতে আদুরে মৌসুমি
রাত উড়েছে রাতের পাখা বেয়ে
পূর্বাদি, এখনও গাইছ তুমি...
"তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ......"
1 কমেন্টস্:
মুগ্ধ হলাম ...
একটি মন্তব্য পোস্ট করুন