৫ ডিসে, ২০১৩

কবিতা - সুদীপ্তা চ্যাটার্জ্জী

ছায়া
সুদীপ্তা চ্যাটার্জ্জী



সূর্যের পথে গোটাচ্ছে দিনের সুতো
টান টান রাতের প্রশ্রয়ে সেই সব আশ্চর্য ছায়া
অবিকল মানুষের মুখোশ হাত রাখছে
জ্বর তপ্ত কপালে
অলৌকিক ভাঙছে হাতের পাতায় খোদিত অসুখ
কাল অভিসন্ধির ট্রিলজি নিয়ে মেঘের বুকে আঁকছে জল রঙ
আর এ সমস্ত গোপন লুকিয়ে
দিওয়ানা একতারা একলা সুরে ভরছে ঘুমের ভোর ...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন