৩০ ডিসে, ২০১৩

কবিতা - শ্যামল রায়চৌধুরী (শ্রী শ্যাম)

পুরনোতেও নতুন
শ্যামল রায়চৌধুরী (শ্রী শ্যাম)



শব্দ যখন বাক্য হোয়ে
ফিরে ফিরে আসে
ছন্দে দোলায় , কান্না হাসি
অম্লমধুর রসে ,
খাঁচার পাখি যা উড়ে যা
আকাশ তোরে ডাকে
ভর দুপুরে ফেরিওয়ালা
পেটের দায়ে হাঁকে ......
দিবা নিদ্রা ... বলতে নারি
আলস্য বা আমেজ
হাতড়ে খুঁজি মনকুঠুরি
সবই আছে সতেজ ,
বর্ষবরণ সাজছে সবে
নতুন রঙ্গীন সাজে ,
আমি বাপু বেশ আছি
পুরনোতেই মজে...
বারে বারে হাত বাড়ায়ে
ফিরে ফিরে পাই-
তোমার কাছে বাঁচতে শেখা
ওস্তাদের সানাই ,
সব সয়েছ সব দিয়েছ
পুরনোতেও নতুন...
নবীন বরণ চিত্ত হরণ
তোমার প্রেমে তরুণ......।।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন