যদি চাও
সরোয়ার জাহান
তুমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ
একাকী হয়ে যাওয়া বিরহের ক্ষোভ
পড়ে থাকে ঘাসে
আমার খেয়ার নৌকা ঘুরে ঘুরে আসবে
আর যাবে বারংবার!
বাতাস দ্বিখন্ড করে ডেকে ওঠে চিল
নদীর জলে ভেসে যায় অসংখ্য সিল্কের ওড়না
তরঙ্গে তরঙ্গে
টুকরো টুকরো হয়ে যায় রক্তবর্ণ আকাশ !
হঠাৎ বৃষ্টি ঢাকার বুক জুড়ে
বৃষ্টিতে ভেসে যায় দুপুর
ছিল না কোন নদী তবুও নদী
পেরিয়ে আসি তোমারই কাছে
নিরাপদ ভালোবাসার নির্বিঘ্ন উষ্ণ মাটিতে
দেখি আকাশের প্রচ্ছদপটে ছাপা তোমারই মুখচ্ছবি !
যদি চাও
বুকের কাছে পা ছড়িয়ে বসো দেখ
পৃথিবীর ঘর আলো করে ঘৃনার হাত
কেমন মুচড়ে দিচ্ছে ভালোবাসা!
সরোয়ার জাহান
তুমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ
একাকী হয়ে যাওয়া বিরহের ক্ষোভ
পড়ে থাকে ঘাসে
আমার খেয়ার নৌকা ঘুরে ঘুরে আসবে
আর যাবে বারংবার!
বাতাস দ্বিখন্ড করে ডেকে ওঠে চিল
নদীর জলে ভেসে যায় অসংখ্য সিল্কের ওড়না
তরঙ্গে তরঙ্গে
টুকরো টুকরো হয়ে যায় রক্তবর্ণ আকাশ !
হঠাৎ বৃষ্টি ঢাকার বুক জুড়ে
বৃষ্টিতে ভেসে যায় দুপুর
ছিল না কোন নদী তবুও নদী
পেরিয়ে আসি তোমারই কাছে
নিরাপদ ভালোবাসার নির্বিঘ্ন উষ্ণ মাটিতে
দেখি আকাশের প্রচ্ছদপটে ছাপা তোমারই মুখচ্ছবি !
যদি চাও
বুকের কাছে পা ছড়িয়ে বসো দেখ
পৃথিবীর ঘর আলো করে ঘৃনার হাত
কেমন মুচড়ে দিচ্ছে ভালোবাসা!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন