৫ ডিসে, ২০১৩

কবিতা - রাজর্ষি মজুমদার

সেই সব অভাগীর প্রতি
রাজর্ষি মজুমদার


কবিতার ঘুম ভাঙ্গে রাতে,
সকালে কবিতা দ্যাখে ছায়া।
সে করুণ তার কেটে গেছে-
পথে ফেলে রেখে গেছে মায়া।

নজরে নজর আনে কথা,
মোবাইল ঘুম চিরে আনে।
সে মেয়ে ধর্ষিতা প্রতি রাতে।
ওই আলো জ্বলেছে শ্মশানে।

নাগরিক মুখ ঢাকে আলো,
সে সকালে সেতারের খোঁজ।
আজও মেয়ে রাতে বসে কাঁদে;
শ্বাপদেরা খেয়ে চলে ভোজ ।

মেয়ে তবু দাঁতে দাঁত চেপে –
লড়েছে লড়াই প্রতিক্ষণে ।
তবু তার সজল দু চোখে-
কাজল কান্না আমরণে ।।

এ শহরে কথা ভেসে যায়।
তবু গান গেয়েছে গীটার।
এ শহরে নাটকের খোঁজ –
জলসায় বেজেছে সেতার ।

এ শহরে অলি-গলি মেলা,
ফুল মালি পসরা সাজায় ।
এ শহরে কান্না নেমে আসে-
কিশোরীর গাল ভিজে যায় ।

এ শহর জানে শান্তি কথা।
কোনো এক মহিয়সী নারী ।
এ শহর মানুষের ভিড়ে-
জমে ওঠা ডাকাতের সারি ।

এ শহর সুর জানে প্রিয়া ...
তার তাল কেটে কেটে যায় ।
এ শহরে গজল গায় ছায়া –
ম্যাহফিল জমে আঙিনায় ।

এ শহর দয়া মায়া হীন,
বারুদ মুছেছে কলতান ।
এ শহরে বন্দিনী মেয়ে –
প্রাণে বেঁচে খুইয়েছে মান ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন