বিভ্রান্তি
লাভলী ভট্টাচার্য্য
সমস্ত বিভ্রান্তির শেষে ,একদিন নিমগ্ন বিকেলবেলা
বৃষ্টি হয়েছিল অসময়ের শ্রাবণে ,
আষাঢ়ের ঢলে ভেসে যাব,ঐ টুকুই আকাঙ্খা
আবছা ছিল ভগ্ন নদীর আরেক কুল ,
আমি পায়ে হেঁটে পৌঁছে ছিলাম অনেক দূর
গোধূলি বেলার আসন্ন লগ্ন ,
চেনা মুখগুলোও তখন কেমন যেন অচেনা
নাকি ,কেবল আমার চোখের দৃষ্টি পাল্টে গেছিল ?
চারিদিকে অতল জলের ঢেউ, মাটি ও আকাশে
সাঁকো হয়ে দাঁড়িয়েছিল , বৃষ্টি
দুহাতে আঁকড়ে ধরেছিলাম , ভোলাতে কিছু অপমান , কিছু অবসাদ
প্রগাঢ় অন্যায় ভাসিয়ে দিয়েছিলাম , নীল স্রোতে
হারাতে চেয়েছিলাম , এক অজানা পথে , ঠিকানা না রেখে ...।।
শুধু মনের কাছে নিবিড় হয়েছিলাম , শেষ বারের মতল ,
আচমকাই চোখের কোণে আধভাঙ্গা রাতের টুকরো গুলো ছুঁয়েছিলাম ,
ওরা ছায়ার মতই তখনও লেগে ,বিলীন হয়নি সমুদ্রের সফেদ ফেনায় ...
ভাবনা কে পেছনে ফেলে ,অবিরল বৃষ্টিতে বাড়িয়ে দিয়েছিলাম হাত ,
রাতের প্রহর শেষে
আকাশের প্রান্তে প্রান্তে সম্ভাবনাময়ী সকাল খুঁজে নিয়েছিলাম ,
অনন্ত সমুদ্রের তটে ।
লাভলী ভট্টাচার্য্য
সমস্ত বিভ্রান্তির শেষে ,একদিন নিমগ্ন বিকেলবেলা
বৃষ্টি হয়েছিল অসময়ের শ্রাবণে ,
আষাঢ়ের ঢলে ভেসে যাব,ঐ টুকুই আকাঙ্খা
আবছা ছিল ভগ্ন নদীর আরেক কুল ,
আমি পায়ে হেঁটে পৌঁছে ছিলাম অনেক দূর
গোধূলি বেলার আসন্ন লগ্ন ,
চেনা মুখগুলোও তখন কেমন যেন অচেনা
নাকি ,কেবল আমার চোখের দৃষ্টি পাল্টে গেছিল ?
চারিদিকে অতল জলের ঢেউ, মাটি ও আকাশে
সাঁকো হয়ে দাঁড়িয়েছিল , বৃষ্টি
দুহাতে আঁকড়ে ধরেছিলাম , ভোলাতে কিছু অপমান , কিছু অবসাদ
প্রগাঢ় অন্যায় ভাসিয়ে দিয়েছিলাম , নীল স্রোতে
হারাতে চেয়েছিলাম , এক অজানা পথে , ঠিকানা না রেখে ...।।
শুধু মনের কাছে নিবিড় হয়েছিলাম , শেষ বারের মতল ,
আচমকাই চোখের কোণে আধভাঙ্গা রাতের টুকরো গুলো ছুঁয়েছিলাম ,
ওরা ছায়ার মতই তখনও লেগে ,বিলীন হয়নি সমুদ্রের সফেদ ফেনায় ...
ভাবনা কে পেছনে ফেলে ,অবিরল বৃষ্টিতে বাড়িয়ে দিয়েছিলাম হাত ,
রাতের প্রহর শেষে
আকাশের প্রান্তে প্রান্তে সম্ভাবনাময়ী সকাল খুঁজে নিয়েছিলাম ,
অনন্ত সমুদ্রের তটে ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন