হারব না ...হারাবো তোকে
ঋত্বিক দাশ শর্মা
যৌবনের ওই উপবনে
দাগ রয়েছে কতো সবুজ পাতায় রঙ মোছেনি
ঘাস ছিঁড়েছি কতো । সত্যি মিথ্যা কত ভাষা
আকাশকুসুম চাওয়া হার না মানা ভালবাসা
দূরত্ব সরিয়ে পাওয়া । আজও স্মৃতি উস্কে দিয়ে
দৌড়ে বেড়াই বনে বার্ধক্যের বারানসিতে
গঙ্গা বইছে মনে । হারানো দিনের নৌকা গুলি
জলে ভাসাই চল তুই পারলে আমিও পারি
কে হারাবি বল ।
ঋত্বিক দাশ শর্মা
যৌবনের ওই উপবনে
দাগ রয়েছে কতো সবুজ পাতায় রঙ মোছেনি
ঘাস ছিঁড়েছি কতো । সত্যি মিথ্যা কত ভাষা
আকাশকুসুম চাওয়া হার না মানা ভালবাসা
দূরত্ব সরিয়ে পাওয়া । আজও স্মৃতি উস্কে দিয়ে
দৌড়ে বেড়াই বনে বার্ধক্যের বারানসিতে
গঙ্গা বইছে মনে । হারানো দিনের নৌকা গুলি
জলে ভাসাই চল তুই পারলে আমিও পারি
কে হারাবি বল ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন