৩০ ডিসে, ২০১৩

কবিতা - আকাশ দত্ত

আকাশ দত্ত
বকেয়া



তুমি এসেছিলে!
এখনও
বিছানা খুঁজলে
দু একটা নদী পাওয়া যেতে পারে
স্বপ্ন আঁকা বেডসিটে
স্ফুরিত যৌবন

দশ বাই
দশ ফুট ঘরে
কিচিরমিচির জলোচ্ছাস
ঋতুমতী কিশোরীর
প্রথম কামবেগের মত

জানতাম
ভরাকোটালের টানে
তিনপ্রহরের বিল
ভেসে যাবেই

তবুও
গলায় বেঁধা আস্ত জীবন
পুরোণো বাড়ীর ইট
আনাচে

আর আমার
ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া আঙুল

আচ্ছা
বলতো,
কিছু কি বাকি রয়ে গেলো
হারাতে?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন