৫ ডিসে, ২০১৩

কবিতা - গৌতম চট্টোপাধ্যায়

সামাজিকতা
গৌতম চট্টোপাধ্যায়



আজও পাইনি কবি সত্তার প্রমান,
নিস্তরঙ্গ মুহূর্ত যায় ভেসে প্রকাণ্ড স্রোতে;
বিরহ মন মুক্তি হাসি,
বাঁধনছাড়া নরখাদকে।
যে শিশু কোমল সবুজ,
আজ পড়ন্ত সূর্য পশ্চিমে;
যা সহজ কেবলই তুচ্ছ,
জিলিপি তে লালসাসিক্ত সমাজ;
তাই দুদণ্ড কথা,
হাওয়ার তোড়ে সংক্রমণে।

জীবনের মেলা রঙ্গমঞ্চের দোরগোড়ায়,
পরচুলো ছেলে মেয়ে করে খেলা।।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন