চাঁপা ও চাঁদ
অনিমেষ সিনহা
ভোর হতেই বাজার,
বাজারে মেয়ে-
শালোয়ার উঠছে না,
উঠছেনা কিন্তু আমি ভিজছি
চাঁপাবন লোনা ঘামে
রক্তে ভিজে একশা !
গলিত হাত
মুঠো ভর্তি উইচিংড়া
কালিপটকা শহরের সেরা সেরা মন্দীরে
তম্বীদের ললাট সেবন করছে
ফ্রিডমের আঙ্গুল গুলো!
সুতো কত প্রকারের জানিস না তুই!
নদীর গভীরে জড়ো হচ্ছে শর্বনাশ।
কি হবে ডিগ্রী তোর,
আমার পোষ্ট গ্র্যাজুয়েট!
কলমে
নারী,মহীলা,মায়ের শরীরবৃত্তিয় দেওয়াল
দেওয়ালে পিঠ,
এভাবেও হাঁটতে হয় অনেক সময়।
পিক মারিস না
দোহাই মেয়েটি,
চাঁপা লুকিয়েত অনেকে চাঁদ দেখে!
অনিমেষ সিনহা
ভোর হতেই বাজার,
বাজারে মেয়ে-
শালোয়ার উঠছে না,
উঠছেনা কিন্তু আমি ভিজছি
চাঁপাবন লোনা ঘামে
রক্তে ভিজে একশা !
গলিত হাত
মুঠো ভর্তি উইচিংড়া
কালিপটকা শহরের সেরা সেরা মন্দীরে
তম্বীদের ললাট সেবন করছে
ফ্রিডমের আঙ্গুল গুলো!
সুতো কত প্রকারের জানিস না তুই!
নদীর গভীরে জড়ো হচ্ছে শর্বনাশ।
কি হবে ডিগ্রী তোর,
আমার পোষ্ট গ্র্যাজুয়েট!
কলমে
নারী,মহীলা,মায়ের শরীরবৃত্তিয় দেওয়াল
দেওয়ালে পিঠ,
এভাবেও হাঁটতে হয় অনেক সময়।
পিক মারিস না
দোহাই মেয়েটি,
চাঁপা লুকিয়েত অনেকে চাঁদ দেখে!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন