৫ ডিসে, ২০১৩

কবিতা - তন্ময় ভট্টাচার্য্য

উৎসব
তন্ময় ভট্টাচার্য্য


(১)
আজকাল চারপাশে একগাদা দিদি দেখে ঘাবড়েও যাই
আসলটি কে?
কালীঘাট থেকে এক উড়ুক্কু হাত
রাজ্যের ফটোফ্রেমে চড়চড়ে ফোঁটা দিচ্ছে
তাই দেখে রাতারাতি কপাল পুড়ল বিরোধীর
গলা বাড়িয়েও ওরা ভাই হতে পারল না আজ…


(২)
রাজ্যের দিদিরাও তড়িঘড়ি মিষ্টি ও চন্দন নিয়ে
শাড়ির আঁচল গুঁজে
ছুটে আসছে যমের মুখের থেকে ভাইকে ছিনিয়ে নিতে হবে
এই টাগ অব ওয়ারের মাঝে
দু'টুকরো হয়ে,ভাইগণ,
আধাআধি বাঁটোয়ারা করে ফেলি চলো -
পোড়া কাপালিক আজ অন্তত কপালের দিব্যি শুনুক

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন