ছন্দে অমিল
ডক্টর প্রদীপ্ত ঘোষ
কবিতাটা ছন্দে লিখতে চাইলাম;
কিন্তু মনে পড়ে গেল, কুকুর আর ঘুমিয়ে থাকা শিশুটা ।
ভাবলাম ছন্দে লিখব কবিতাটা ;
চোখে ভেসে উঠলো, রাস্তায় দলা পাকানো দেহটা ।
ছন্দটা আসলোনা; মনে পড়ল,
ভিক্ষে করা বুড়িটার কথা ।
ছন্দটা কেটে গেল ;
যখন দেখতে পেলাম ,
ঘুমন্ত শিশু ভিক্ষাজীবীর কোলে ।
ছন্দ ধরা দিল না কিছুতেই;
মনে পড়ে গেল , কেদারনাথ , তালিবান , মৃত্যু ।
ছন্দটা হারিয়ে গেল ;
কানে ভেসে এল ,
আবর্জনায় পরে থাকা সদ্যোজাত কন্যার কান্না ।
ডক্টর প্রদীপ্ত ঘোষ
কবিতাটা ছন্দে লিখতে চাইলাম;
কিন্তু মনে পড়ে গেল, কুকুর আর ঘুমিয়ে থাকা শিশুটা ।
ভাবলাম ছন্দে লিখব কবিতাটা ;
চোখে ভেসে উঠলো, রাস্তায় দলা পাকানো দেহটা ।
ছন্দটা আসলোনা; মনে পড়ল,
ভিক্ষে করা বুড়িটার কথা ।
ছন্দটা কেটে গেল ;
যখন দেখতে পেলাম ,
ঘুমন্ত শিশু ভিক্ষাজীবীর কোলে ।
ছন্দ ধরা দিল না কিছুতেই;
মনে পড়ে গেল , কেদারনাথ , তালিবান , মৃত্যু ।
ছন্দটা হারিয়ে গেল ;
কানে ভেসে এল ,
আবর্জনায় পরে থাকা সদ্যোজাত কন্যার কান্না ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন