৩০ ডিসে, ২০১৩

কবিতা - ইন্দ্রানী সরকার

মেঘদূত
ইন্দ্রানী সরকার



মেঘদূতেরা উড়ে উড়ে আসে
ঝড়ের রাতের অলীক বার্তা নিয়ে
যার মধ্যে সারাংশ শুধু শুন্য!
শুন্যের কোঠায় যার শুরু আর শেষ |
উদ্ভাসিত চন্দ্রে হাজারো ধূমকেতু
বর্ষিত হয়, তবু চাঁদ অটল নিজের স্থানে..
পারদের ওপারে তাই অপার বিস্ময়----
আর কত আঘাত দিলে খানখান হবে
তার বরফ শীতল কোমল হৃদয় ?
আর কতটা মিথ্যে অপবাদে
লেগে যাবে দাগ ওই অপাপবিদ্ধ চাঁদে ?
আর কতটা হঠকারিতার নিদর্শনে
ভেঙ্গে যাবে বিশ্বাস মানুষের উপর?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন