৫ ডিসে, ২০১৩

কবিতা - শমীক সেনগুপ্ত

অনধিকারী
শমীক সেনগুপ্ত



এখন আমি তোর দিকে তাকাবোই;
শুনবো না কথা জবরদস্তি আর-
জানি এ দৃষ্টি ক্ষণিকের মধুরতা;
তবুও তাকাবো হক সে অনধিকার।

রাস্তায় ছিঁটে ফোঁটা বৃষ্টির ছাঁট..
খুলেছে কপাট বন্ধতা গেছে সরে-
তোকে দেখে দেখে মনও পূর্ণকামী,
পূর্ণতা পেলে না হয় যাব যে মরে।

এখন আমি তোর দিকে দেখবোই-
মন্দ বাতাসে কুকথা যতই রটুক;
একপাশে খাঁদ আর এক পাশে আগুন!
তোর আর আমার দুর্ঘটনাই ঘটুক।।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন