৫ ডিসে, ২০১৩

কবিতা - অমলেন্দু চন্দ

হ্যালো প্রেম - বাড়ি আছো
অমলেন্দু চন্দ



উইলোর ঝরে পড়া পাতার লালে
ঋতুটা ফল
পাতাঝরানোর ফাঁকে প্যারিসীন প্রেমিকের
জুগল বিহার
গঙ্গার ধারে
একটা একলা মেয়ে সে অঞ্চলে এসে যদি হটাৎ প্রশ্ন করে
চোখ তুলে
আমাকে পৌঁছে দেবেন?
হ্যালো অনুভব তুমি কি উত্তর দেবে?

প্যারিসীন শিষ্টাচার সম বা অসম যে কোন বয়েসের বাঁকে
দাবি করে বাঁ হাত বাড়িয়ে তুমি তাকে ডেকে নেবে
মাদামোয়াজেল বলে
এরপর ভুল করে আপনি সম্বোধনে যদি তাকে ডাকো
সে বুঝে যাবে কোনদিন প্রেমেই পড় নি
অথচ গঙ্গার ধারে নগরপালের শিষ্টাচার
তোমার বাড়িয়ে দেওয়া হাতে হাতকড়া
আর সম্বোধনে অস্ফুট ফোঁপানি
"স্যার, আমি মানে আমি তো কিছুই..."

অতঃপর প্রেম
বৈধতার প্রশ্নে
ফ্রন্ট্যাল ভিউ দিতে রাজিই হয় না আজকাল

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন