৫ ডিসে, ২০১৩

কবিতা - অশোককুমার গাঙ্গুলী

অন্ধকার
অশোককুমার গাঙ্গুলী


তোমার সন্দিহান দু চোখ জোড়ায় !!!!
কেবলি দেখি লাল রঙের অশনি সংকেত
আমার নামের লোভ তো ছিল না কোনও দিনই,
সুধু চেয়েছিলেম এক টুকরো আলো ,
আলোর লোভ ই বুঝি নিয়ে গেল কোন অন্ধ্যকারে ,
আর তাই প্রাণহীন বঞ্ছনায় করলে আমায় প্রত্যাখ্যান .....

সেই দিন হতে , কেন জানি না বার বার ,
কষ্ট গুলো আমায় ঠেলেছে, সেই নিদারুন কষ্টের দিকে,
একে একেআর আমায় চূর্ণ বিচূর্ণ করেছে ,
আমার হৃদয়, হয়তো কোনোদিন ই আর
জোড়া নাহি যাবে , কোনও বন্ধনে ...।

বন্ধু , মঞ্চ থেকে নিলেম বিদায়
আজি তোমাদের করা কঠোর নিয়মে,
তবু রেখে গেলাম তোমাদের ঘরে আমারই জ্বালা আলো
জ্বেলে রেখো , অন্ধকার স্থান পাক আলোর তলায় ....



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন