বিবর্তন
অশোক কুমার লোধ
প্রবল শক্তিশালী হাতি মারা হাতিয়ার –
গোলা নয় গুলি নয় , আত্ম অহংকার !
ক্ষমতার দর্পে সে করেছিলো ঠাট্টা
লাথি মেরে খুঁড়েছিল অসংখ্য গাড্ডা ।
গাড্ডায় প’ড়ে শেষে , যদিও বে-খেয়ালে
দৃষ্টি তো ঢাকা ছিল দু’কানের আড়ালে ।
কি ভীষণ দুর্গতি - খাদ্য ও স্থানাভাব
আহা রে না খেতে পেয়ে নির্জীব চুপচাপ !
অনাহারে ঝরে যায় শরীরের মেদ ক্লেদ
ক্রমাগত লিকলিকে গোদা পা , মাথা হেঁট ।
দুর্বল শুঁড় তবু অযথা প্রকাণ্ড
সুড়সুড়ি পিঁপড়েরা বাঁধাল কি কাণ্ড !
শুঁড়ের সুড়ঙ্গে পিঁপড়েরা নিলো ঠাঁই
হাঁচতে হাঁচতে শেষে ছিঁড়ে গেলো শুঁড়টাই ।
প্রজাতির শঙ্কটে হাতি হ’লো ইতিহাস
বাচ্চা শুয়োর ; পরজন্মে কি পরিহাস !!
অশোক কুমার লোধ
প্রবল শক্তিশালী হাতি মারা হাতিয়ার –
গোলা নয় গুলি নয় , আত্ম অহংকার !
ক্ষমতার দর্পে সে করেছিলো ঠাট্টা
লাথি মেরে খুঁড়েছিল অসংখ্য গাড্ডা ।
গাড্ডায় প’ড়ে শেষে , যদিও বে-খেয়ালে
দৃষ্টি তো ঢাকা ছিল দু’কানের আড়ালে ।
কি ভীষণ দুর্গতি - খাদ্য ও স্থানাভাব
আহা রে না খেতে পেয়ে নির্জীব চুপচাপ !
অনাহারে ঝরে যায় শরীরের মেদ ক্লেদ
ক্রমাগত লিকলিকে গোদা পা , মাথা হেঁট ।
দুর্বল শুঁড় তবু অযথা প্রকাণ্ড
সুড়সুড়ি পিঁপড়েরা বাঁধাল কি কাণ্ড !
শুঁড়ের সুড়ঙ্গে পিঁপড়েরা নিলো ঠাঁই
হাঁচতে হাঁচতে শেষে ছিঁড়ে গেলো শুঁড়টাই ।
প্রজাতির শঙ্কটে হাতি হ’লো ইতিহাস
বাচ্চা শুয়োর ; পরজন্মে কি পরিহাস !!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন