৩০ ডিসে, ২০১৩

কবিতা - সৌমিত্র চক্রবর্ত্তী

রাত্রি আমার নৈশপ্রিয়া
সৌমিত্র চক্রবর্ত্তী



জুমজুম হিম পড়ছে আচ্ছাদনে,
লেজের তলায় মুখ লুকিয়ে বশম্বদ
কুকুরেরাও স্বপ্নকন্যা খুঁজতে উধাও,
আজকাল ক্ল্যাসিক চোরের বড় অভাব -
এই শান্ত মায়ামাখা রাত চোরকেও
আরামপ্রিয় করে নিকম্মা করেছে।
বালাপোষের মিষ্টি অহংকারে
ল্যাটেরাইট মাটি জুড়ে ছড়িয়ে যাওয়া
গুচ্ছ শীত আর অন্ধকারের জটিল
অঙ্কের সরল মিশ্রণে সোঁদা গন্ধ চলকায়,
শীত টের পাওয়ার আগেই
হুইসেল বাজিয়ে ধ্বংস হয়ে যাওয়া
ধূমকেতুর জ্বলন্ত শেষ মাথার খন্ড
আছড়ে পড়ে নির্বিবাদ গৃহস্থালীর
বরফ সম্পর্কের আপাত মৃত ধমনীতে।
হাই পাওয়ারের চশমা খুলে ফেলে লেহন
করে যাই একমনে রাত্রির দেহনিসৃত সুগন্ধি,
কাবুলি ব্রাউন সুগারও পিছিয়ে
কয়েকশো যোজন রাত্রির হৃদচিহ্ন থেকে।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন