হলুদ ঘুড়িটা
কাশীনাথ গুঁই
উড়তে থাক হলুদ ঘুড়িটা।
ভোকাট্টা হয়ে আজ যে স্বাধীন হল সে।
উড়বে সে আজ আপন পাখা মেলে-
তারপর হয়ত হারিয়ে যাবে কাল আকাশে।
সকালে ওঠা সূর্যিটা তার রাঙা আভাতে দেখবে-
একটা তালগাছের প্রেমে জীবনটা তার লটকে গেছে।
সুখী সে আজ –
ইচ্ছামত আকাশ দেখার স্বাধীনতা যে পেয়েছে।
দোকানীর সাতরঙা লক্কা পায়রাদের সাথে
কাটানো জীবনটা থেকে মুক্ত ।
একেপেয়ে তালগাছেই সুখী আজ –
দুজন অন্তত দুজনকে পেয়েছে নিজের ক’রে।
কাশীনাথ গুঁই
উড়তে থাক হলুদ ঘুড়িটা।
ভোকাট্টা হয়ে আজ যে স্বাধীন হল সে।
উড়বে সে আজ আপন পাখা মেলে-
তারপর হয়ত হারিয়ে যাবে কাল আকাশে।
সকালে ওঠা সূর্যিটা তার রাঙা আভাতে দেখবে-
একটা তালগাছের প্রেমে জীবনটা তার লটকে গেছে।
সুখী সে আজ –
ইচ্ছামত আকাশ দেখার স্বাধীনতা যে পেয়েছে।
দোকানীর সাতরঙা লক্কা পায়রাদের সাথে
কাটানো জীবনটা থেকে মুক্ত ।
একেপেয়ে তালগাছেই সুখী আজ –
দুজন অন্তত দুজনকে পেয়েছে নিজের ক’রে।
1 কমেন্টস্:
একান্ত সুখ
একান্ত ভালোবাসা
খুব সুন্দর কবিতা
একটি মন্তব্য পোস্ট করুন