৫ ডিসে, ২০১৩

কবিতা - সেলিম উদ্দিন মন্ডল

পশু ও পশুত্ব
সেলিম উদ্দিন মন্ডল


রক্তের স্বাদে পশুত্ব আর পশুত্বের স্বাদে
রক্ত অবিরত -অবিরাম
চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি
আকাশ এখনো মেঘলা,
অনেকটা মেঘলা,
পশুর দল তেষ্টা মেটাচ্ছে,
অনেক অনেক তেষ্টা ওদের।
এইতো দেখছি ,
আমি নিজেই ভিজে গেছি;
দেখো তো তোমরা , ভিজেছো কিনা?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন