সম্পাদকীয়
বাঙালীর তের পার্বণের সাময়িক ছেদ পড়লো। বানভাসি মানুষের বুকে শত আত্যাচার অনাচারের কামদূনি বহেছিল তবু উৎসব যেমন আসে তেমনিএসছিল। আকাশপ্রদীপের আলো নিভেছে। মাঠে মাঠে ধানের শীষে সোনালি আভা আবার কোথাও ভানভাসি পলিতে লেপতে থাকা শুকনো গাছে আগরা। এর মাঝে পৌর নির্বাচনের তরজা পেরিয়ে ফলাফলের প্রতিক্রিয়া, আর্থিক কেলেঙ্কারির নব কলেবর - সব নিয়েই আমাদের 'প্রেরণা' পরিবারে নানা ভাবনা। কলম কামড়ে বুকের জ্বালা নেভেনা কিন্তু প্রশমিত করতেই হয়। আমরা সভ্য সমাজের জীব - মানুষ নামের অভিযোজিত এক সম্প্রদায়। দিনযাপন আর প্রাণধারণের গ্লানি শুষে নেয় সামাজিক,অ-রাজনৈতিক সব ছন্দপতন। তাই প্রচারের আলোকে কালকের ক্ষত লালচে থেকে তামাটে হবার আগেই আরেক ঘায়ে ক্ষতবিক্ষত হয়ে ভুলে যাই কি ঘটেছিল আর কি করতে চেয়েছিলাম। শুধু কলমচিরাই মনে করিয়ে দিতে পারেন ভুলে যাওয়া গ্লনি আর অবক্ষয়ের প্রতিবাদে সামিল করতে পারেন আমজনতাকে। সেই দায় মাথায় নিয়ে 'প্রেরণা' পরিবারের সদস্যরা হাজিরা দেয় মাসে মাসে। চলুন দেখি এবারে কি রাখা আছে আপনাদের দরবারে।
বাঙালীর তের পার্বণের সাময়িক ছেদ পড়লো। বানভাসি মানুষের বুকে শত আত্যাচার অনাচারের কামদূনি বহেছিল তবু উৎসব যেমন আসে তেমনিএসছিল। আকাশপ্রদীপের আলো নিভেছে। মাঠে মাঠে ধানের শীষে সোনালি আভা আবার কোথাও ভানভাসি পলিতে লেপতে থাকা শুকনো গাছে আগরা। এর মাঝে পৌর নির্বাচনের তরজা পেরিয়ে ফলাফলের প্রতিক্রিয়া, আর্থিক কেলেঙ্কারির নব কলেবর - সব নিয়েই আমাদের 'প্রেরণা' পরিবারে নানা ভাবনা। কলম কামড়ে বুকের জ্বালা নেভেনা কিন্তু প্রশমিত করতেই হয়। আমরা সভ্য সমাজের জীব - মানুষ নামের অভিযোজিত এক সম্প্রদায়। দিনযাপন আর প্রাণধারণের গ্লানি শুষে নেয় সামাজিক,অ-রাজনৈতিক সব ছন্দপতন। তাই প্রচারের আলোকে কালকের ক্ষত লালচে থেকে তামাটে হবার আগেই আরেক ঘায়ে ক্ষতবিক্ষত হয়ে ভুলে যাই কি ঘটেছিল আর কি করতে চেয়েছিলাম। শুধু কলমচিরাই মনে করিয়ে দিতে পারেন ভুলে যাওয়া গ্লনি আর অবক্ষয়ের প্রতিবাদে সামিল করতে পারেন আমজনতাকে। সেই দায় মাথায় নিয়ে 'প্রেরণা' পরিবারের সদস্যরা হাজিরা দেয় মাসে মাসে। চলুন দেখি এবারে কি রাখা আছে আপনাদের দরবারে।
প্রেরণা অনলাইন পরিবারের পক্ষে –
সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ
সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ
1 কমেন্টস্:
Kichu lekha porlam...Valo laglo...Suvechha roilo....
একটি মন্তব্য পোস্ট করুন