৫ ডিসে, ২০১৩

কবিতা - ঝিলিমিলি

রেললাইনটার ধারে
ঝিলিমিলি



প্রাণের ভেতরে টান পরেছে
শেষ প্রান্তের নির্জনে কাঁদছে চোখ
একা একা কাঁদতে চাইছে
রেলগাড়ী হায় নিয়ে গেছে কিছু বেলা
শব্দের বহর বলে দিয়েছিল ফিরবে না তারা
বহু রাতের নিঃশব্দে চেনা সুর বাজে
বাঁশীর বেদন বাড়ে ধীরে বুকের গভীর খোঁজে
ঝড়ঝঞ্ঝা ছিলই থাকবেও
তা তোমাতে আমাতে ঘিরে অভিমানের পথ
সেই যে গেছে বেঁকে আর আসেনি ফিরে
কত কথা ভেসে গেছে অজানারই স্রোতে
রেল লাইনটার ধারেই একটি কথা ফেলেছিলি
মনের কোন ভুলেই বসে থাকি কথাটারে তুলে
কেঁদে কেঁদেই বলেছিলি চাঁদ সুরুজের দিব্যি
তুলে ভালোবেসেছিলি এই আমারেই
স্বপন বপন করে সেই কথারে ফিরিয়ে নিতে
আর এলি না
রয়ে গেলি শেষে আমারই চোখের জলে - 

1 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন