হিম জ্যোৎস্নার স্বরলিপি
লাভলী ভট্টাচার্য
আকাশ ও যেন আজকাল নিজেকে হারিয়ে ফেলে।
শব্দের ভিড়ে ভুলে যায় কমা , সেমিকোলন,
অজস্র যতি চিহ্নের কারুকাজ ।
মাঝে রেখে দিয়ে যায় দুর্বোধ্য আত্মকথন ।
অকারণ হাতড়ে বেড়ায় শুধু দুটো দাঁড়ির মাঝে নিরুদ্দিষ্ট স্বপ্ন ।
চোখের সামনে দোল খেতে খেতে চলে যায় বর্ণমালা ।
ধরতে গেলেই ,একের পর এক সাজাতে গেলেই ,
কেবল দেঁহাতি সুর, আঙ্গুল ছুঁয়েও ,
দূরে সরে যায় দিযাপনের পথ।
প্রেমের কবিতা সেখানে অর্থহীন ।
আগের মত চোখে পড়েনা বিকেলের সূর্যরেখা ।
নিভে যাওয়া টুকরো টুকরো কথা ছুঁয়ে যায় চিলেকোঠার বারান্দা ।
দেওয়ালে সেই ছবিটা ,"তোমারে বেসেছি ভালো",আজও লেখা ......
সেখানেই না হয় বেঁধে নি নিজেকে রোজ অন্তত একবার।
রোদচশমার স্মৃতিতে দহন চিহ্ন নিয়ে এসেছিলো যখন,
অদৃশ্য মেঘের নীচে রেখেছিলো তার যত রঙ ও রূপ.।
.. ভোরের আলো একসাথে দেখবে ...।
ফোঁটা ফোঁটা হিম. ...... কুয়াশা...।।
হিমটুকু লেগে আছে আজও ,
গড়ায়নি রোদ্দুরে , দীর্ঘশ্বাস ফেলেনি
নানা টানাপোড়নের সেই স্মৃতিতেই বোনা যায় ,
ভালোবাসার অনবদ্য নকশিকাঁথা ।
এফোঁড়-ওফোঁড় করে ফুটিয়ে তোলা যায়
সৃষ্টি-অবসাদ-মৃত্যু আর নিঃসঙ্গতা...
আঁধার ঢেকে ফেলে সমস্ত আকাশ ।
তবুও পূর্ণচ্ছেদ নয় ।
পূর্ণিমা আগুন ঠোঁটে চাঁদ উঠবে ই ।
আকাশ লিখতে থাকে জ্যোৎস্নার স্বরলিপি ।
লাভলী ভট্টাচার্য
আকাশ ও যেন আজকাল নিজেকে হারিয়ে ফেলে।
শব্দের ভিড়ে ভুলে যায় কমা , সেমিকোলন,
অজস্র যতি চিহ্নের কারুকাজ ।
মাঝে রেখে দিয়ে যায় দুর্বোধ্য আত্মকথন ।
অকারণ হাতড়ে বেড়ায় শুধু দুটো দাঁড়ির মাঝে নিরুদ্দিষ্ট স্বপ্ন ।
চোখের সামনে দোল খেতে খেতে চলে যায় বর্ণমালা ।
ধরতে গেলেই ,একের পর এক সাজাতে গেলেই ,
কেবল দেঁহাতি সুর, আঙ্গুল ছুঁয়েও ,
দূরে সরে যায় দিযাপনের পথ।
প্রেমের কবিতা সেখানে অর্থহীন ।
আগের মত চোখে পড়েনা বিকেলের সূর্যরেখা ।
নিভে যাওয়া টুকরো টুকরো কথা ছুঁয়ে যায় চিলেকোঠার বারান্দা ।
দেওয়ালে সেই ছবিটা ,"তোমারে বেসেছি ভালো",আজও লেখা ......
সেখানেই না হয় বেঁধে নি নিজেকে রোজ অন্তত একবার।
রোদচশমার স্মৃতিতে দহন চিহ্ন নিয়ে এসেছিলো যখন,
অদৃশ্য মেঘের নীচে রেখেছিলো তার যত রঙ ও রূপ.।
.. ভোরের আলো একসাথে দেখবে ...।
ফোঁটা ফোঁটা হিম. ...... কুয়াশা...।।
হিমটুকু লেগে আছে আজও ,
গড়ায়নি রোদ্দুরে , দীর্ঘশ্বাস ফেলেনি
নানা টানাপোড়নের সেই স্মৃতিতেই বোনা যায় ,
ভালোবাসার অনবদ্য নকশিকাঁথা ।
এফোঁড়-ওফোঁড় করে ফুটিয়ে তোলা যায়
সৃষ্টি-অবসাদ-মৃত্যু আর নিঃসঙ্গতা...
আঁধার ঢেকে ফেলে সমস্ত আকাশ ।
তবুও পূর্ণচ্ছেদ নয় ।
পূর্ণিমা আগুন ঠোঁটে চাঁদ উঠবে ই ।
আকাশ লিখতে থাকে জ্যোৎস্নার স্বরলিপি ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন