বয়স
রেটিনা বরুয়া
তুমি শুধালে, তোমার বয়স কত ?
বয়সের হিসাব রাখিনি তো আমি ?
এক উদ্দাম কিশোরীর মত ছুটে যাওয়া এদিক থেকে ওদিকে ,
বুক ভরা ভালবাসা নিয়ে কেউর দিকে তাকিয়ে
থাকা দুরন্ত বালকদের সাথে খেলা করা,
গাছের এ ঢাল থেকে ও ঢালে লাফিয়ে পড়া চঞ্চলা হরিণীর মতো
নদীর পাড়ে দাড়িয়ে ঢেউয়ের আনাগোনা দেখা ।
সবে তো করি এই বয়সে ।
তুমি শুধালে বয়স কত ?
বয়সের হিসাব এখনও রাখিনি আমি,
সংসারের ঘানি টানতে টানতে বয়ে যায় বেলা
ঘোমটা মাথায় সারাদিন এ ঘর থেকে ও ঘরে ঘোরাফেরা ।
এর প্রয়োজন ওর প্রয়োজন শুনতে শুনতে
কেটে যায় বেলা নিজের দিকে তাকানোর সময় কোথায় ?
শুধু মাঝে মাঝে দরজায় দাড়িয়ে মনে হয় তার কথা,
একদা যে আমাকে ভালবেসেছিল আমিও যাকে ভালবেসেছিলাম ।
তুমি শুধালে এখন তো বল বয়স কত ?
এখনও জানিনা আমি আমার বয়স কত
শুধু জানি পড়ন্ত বেলায় এখন আমি একাকী দাড়িয়ে
আমায় চারিদিকে শূন্যতা খেলা করে,
যে ঘরে আমি ছিলাম সব সে ঘর আজ আমার জন্য বিভীষিকাময় ।
এখন শুধু মনে হয় মৃত্যুর কতটা দূরে আমি দাড়িয়ে
অতীত বর্তমান সব ভুলে যায়,
আজ এর বয়স জেনে কি হবে
বয়স শুধু শেষ হবে অন্থিম শয্যায় ।
রেটিনা বরুয়া
তুমি শুধালে, তোমার বয়স কত ?
বয়সের হিসাব রাখিনি তো আমি ?
এক উদ্দাম কিশোরীর মত ছুটে যাওয়া এদিক থেকে ওদিকে ,
বুক ভরা ভালবাসা নিয়ে কেউর দিকে তাকিয়ে
থাকা দুরন্ত বালকদের সাথে খেলা করা,
গাছের এ ঢাল থেকে ও ঢালে লাফিয়ে পড়া চঞ্চলা হরিণীর মতো
নদীর পাড়ে দাড়িয়ে ঢেউয়ের আনাগোনা দেখা ।
সবে তো করি এই বয়সে ।
তুমি শুধালে বয়স কত ?
বয়সের হিসাব এখনও রাখিনি আমি,
সংসারের ঘানি টানতে টানতে বয়ে যায় বেলা
ঘোমটা মাথায় সারাদিন এ ঘর থেকে ও ঘরে ঘোরাফেরা ।
এর প্রয়োজন ওর প্রয়োজন শুনতে শুনতে
কেটে যায় বেলা নিজের দিকে তাকানোর সময় কোথায় ?
শুধু মাঝে মাঝে দরজায় দাড়িয়ে মনে হয় তার কথা,
একদা যে আমাকে ভালবেসেছিল আমিও যাকে ভালবেসেছিলাম ।
তুমি শুধালে এখন তো বল বয়স কত ?
এখনও জানিনা আমি আমার বয়স কত
শুধু জানি পড়ন্ত বেলায় এখন আমি একাকী দাড়িয়ে
আমায় চারিদিকে শূন্যতা খেলা করে,
যে ঘরে আমি ছিলাম সব সে ঘর আজ আমার জন্য বিভীষিকাময় ।
এখন শুধু মনে হয় মৃত্যুর কতটা দূরে আমি দাড়িয়ে
অতীত বর্তমান সব ভুলে যায়,
আজ এর বয়স জেনে কি হবে
বয়স শুধু শেষ হবে অন্থিম শয্যায় ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন