৫ ডিসে, ২০১৩

কবিতা - রাফসান জানী

এতদিন কোথায় ছিলেন
রাফসান জানী



আকাশ ছুঁতে পার আমাকে নয়,
আমি আকাশ পেরিয়ে মহাকাশের পথে ।
অস্পর্শে রয়ে যাব চিরকাল,
তোমার আদুরে হাত গুটিয়ে নাও ।
অপেক্ষায় থেকে মিছে বসন্ত শেষ করে লাভ নেই ।
হাজার ক্রোশ পারি দিয়ে প্রেম খুঁজে ক্লান্ত মনে হয়ত ফিরব,
যখন ফ্রেমে বাধা তোমার দু'চোখে শুধু দু'ফোঁটা জল,
সিঁথিতে সাদা চুলের ভিড় ।
অস্পষ্টে বলবে জীবনানন্দ দাশের কবিতার চরনঃ
এতদিন কোথায় ছিলেন ?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন