গ্রীষ্ম
রীতা ঘোষ
প্রখর সূর্যচ্ছটা , তপ্ত চরাচর
বুকফাটা ধরনীর করুণ হাহাকার
এক ফোঁটা জলের আশায় চাতকের ডাক
আকাশ পানে চেয়ে ...ফটিক জল ...ফটিক জল ...।
খাঁ খাঁ মধ্যাহ্ন , শুনশান পরিবেশ
বাঁশতলে নাক ডাকে চাষী হরিদাস
ক্যাঁচক্যাঁচ ক্যাঁচক্যাঁচ গরুর গাড়ীর চল
ঘুম ভাঙ্গে ফেরীর ডাকে ...কপাট খোল ...কপাট খোল ...।
ধীর বেগে গড়ায় , দুপুর থেকে বিকেল
বেড়ে ওঠে সড়কে লোক চলাচল
নদী পাড়ে শোনা যায় হই হুল্লোড়
খেলার মাঠে তখন ...দে গোল ...দে গোল ...।
সাঁঝের ঘোমটা টেনে ঘরের বৌ
বাতি জ্বালে দোর গোড়ে , তুলসী তলে
খঞ্জনি বেজে ওঠে , কত্তাল খোল
আটচালায় ধ্বনিত হয় ...বোল হরিবোল ...বোল হরিবোল...।
দূর গগনে বসে তারাদের মেলা
চাঁদামামা ব্যস্ত , লুকোচুরি খেলা
বাউরী পাড়ায় বুঝি নিভলো বাতি
কানে আসে হই হট্টগোল ...বলো হরি হরিবোল ...বলো হরি হরিবোল...।
রীতা ঘোষ
প্রখর সূর্যচ্ছটা , তপ্ত চরাচর
বুকফাটা ধরনীর করুণ হাহাকার
এক ফোঁটা জলের আশায় চাতকের ডাক
আকাশ পানে চেয়ে ...ফটিক জল ...ফটিক জল ...।
খাঁ খাঁ মধ্যাহ্ন , শুনশান পরিবেশ
বাঁশতলে নাক ডাকে চাষী হরিদাস
ক্যাঁচক্যাঁচ ক্যাঁচক্যাঁচ গরুর গাড়ীর চল
ঘুম ভাঙ্গে ফেরীর ডাকে ...কপাট খোল ...কপাট খোল ...।
ধীর বেগে গড়ায় , দুপুর থেকে বিকেল
বেড়ে ওঠে সড়কে লোক চলাচল
নদী পাড়ে শোনা যায় হই হুল্লোড়
খেলার মাঠে তখন ...দে গোল ...দে গোল ...।
সাঁঝের ঘোমটা টেনে ঘরের বৌ
বাতি জ্বালে দোর গোড়ে , তুলসী তলে
খঞ্জনি বেজে ওঠে , কত্তাল খোল
আটচালায় ধ্বনিত হয় ...বোল হরিবোল ...বোল হরিবোল...।
দূর গগনে বসে তারাদের মেলা
চাঁদামামা ব্যস্ত , লুকোচুরি খেলা
বাউরী পাড়ায় বুঝি নিভলো বাতি
কানে আসে হই হট্টগোল ...বলো হরি হরিবোল ...বলো হরি হরিবোল...।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন