আনুধাবনে
রেটিনা বড়ুয়া
বিছিন্ন কোন এক রাতে আঁধার ক্ষণে
নিশ্চুপ একাকীত্বে হৃদয় ভাঙ্গা কোন এক জলস্রোতে
বয়ে চলে ঝর্না ধারা,
ঝরে যায় যা আছে দুঃখ নিয়ে সাথে,
ঝরে পরে নিবিড়ে।
আমি দূর হতে শুনি একাকীত্বের সুর,
বয়ে চলে স্রোতধারা দূর বহু দূর।
এমনি কোন দিন ছিল,
অনুধাবনে পেয়েছিলাম তারে,
হৃদয় স্পর্শে ছুঁয়েছিলাম ভালবাসার সুর,
দিন বদলের খেলায়,
মেঘ বৃষ্টির ভেলায় বয়ে চলে স্রোতধারা দূর বহুদুর।
হৃদয় ভাঙ্গা কোন এক জলস্রোতে বয়ে চলে ঝর্না ধারা,
সুখের আড়ালে দুঃখে গড়া এ প্রলয় সুমধুর।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন