৩০ ডিসে, ২০১৩

কবিতা - রাজর্ষি ঘোষ

মেঘবালকের বৃষ্টিকথাঃ কিংবা ছেলেমানুষি বলতে পারো
রাজর্ষি ঘোষ



মেঘবালকের ছেলেমানুষি বলতে পারো...
কিংবা কৃষ্ণার মেয়েবেলা।

তবু গোপন যে আগুন,
পুড়িয়েছে বা পোড়ে নি ইকারাসের ডানা...
প্রদীপের সলতে নয় সে আমার মেঘদূত।

আমার মেঘদূত শিশিরের ভোর...
আসন্ন বা আগামী একফালি সূর্যের আলো।
উড়িয়ে দিলে পায়রা, পড়িয়ে দিলে বসন্ত
পুড়িয়ে দিলে গ্রীষ্ম, শীত বা আমাদের সহবাস।
কিংবা

তাকে মেঘবালকের
সামান্য একটু ছেলেমানুষিও বলতে পারো। 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন