৩০ ডিসে, ২০১৩

কবিতা - রীতা ঘোষ

সংঘর্ষ
রীতা ঘোষ



মনের মধ্যে সংঘর্ষ,
লড়াই জারী..... '' নারীত্ব বনাম মাতৃত্ব ''
অলীক সুখের খোঁজে দিশেহারা নারীত্ব
পুনর্জীবন চায় প্রেমালিঙ্গনে,
একঘেয়ে শ্বাসরোধ করা অনুভূতিগুলো বিদ্রোহ জানায় বারবার
মুক্তি চায় পঙ্গু প্রতিশ্রুতি হতে ,
গা ভাসাবে পরকীয়া স্রোতে.........

কিন্তু, টান পরে মাতৃত্বের শেকলে
স্নেহ , মমতা , ভালোবাসার বন্ধনে স্থির চিত্ত
কর্তব্য ও দায়িত্বের শীতলতায় আড়ষ্ট পদক্ষেপ
অপরাধবোধে শিথিল পরকীয়া গাঁঠছড়া |

ক্ষনিক থামে , পিছিয়ে আসে ধীরে ধীরে
অসাধারন তৃপ্তি মনপ্রাণ জুড়ে
সৃষ্টির উল্লাসে ওঠে মেতে
জয়ী হয় মাতৃত্ব !!!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন